| সকাল ১০:৩৬ - মঙ্গলবার - ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

উচ্চ মাধ্যমিক অভাবী শিক্ষার্থীদের সহায়তা দেবে সরকার

অনলাইন ডেস্ক, ৫ জুলাই ২০১৫, রবিবার:

মাধ্যমিক পাসের পর অভাব-অনটনের কারণে যেসব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয় না তাদের কলেজে পড়ার পথ সুগম করতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

একাদশে ভর্তির আবেদন নিয়ে রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ প্রসঙ্গে নিজের পর্যবেক্ষণের তথ্য তুলে ধরে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেন, প্রত্যেক বছর মাধ্যমিকে যারা পাস করে তাদের মধ্যে অন্তত এক লাখ শিক্ষার্থী কলেজে ভর্তি হয় না।  তবে এবার যারা আবেদন করেবেন না বলে মন স্থির করেছে, তারা আবেদন করলে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে স্ব স্ব কলেজের মাধ্যমে সবাইকে না পারলেও অন্তত কিছু শিক্ষার্থীকে সহায়তা দেয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ৪:৩২ অপরাহ্ণ | জুলাই ০৫, ২০১৫