| ভোর ৫:২৭ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পাকিস্তানের ওয়ানডে দল ঘোষণা

অনলাইন ডেস্ক, ৪ জুলাই ২০১৫, শনিবার:

শ্রীলঙ্কা সফরের পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান, নির্বাচক কমিটির প্রধান হারুন রশিদসহ চার সদস্যের একটি দল ওয়ানডের জন্য দল নির্বাচন করেন।

লঙ্কানদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডের জন্য দলের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াকার ইউনিসকে। আর আজহার আলীর নেতৃত্ব বহাল রেখেছে পিসিবি।

১৬ সদস্যের পাকিস্তান দল: আহমেদ শেহজাদ, আজহার আলী (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, মুক্তার আহমেদ, আসাদ শফিক, সোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, সরফরাজ আহমেদ (সহ-অধিনায়ক), ইয়াসির শাহ, বিলাল আসিফ, ইম্মাদ ওয়াসিম, আনোয়ার আলী, মোহাম্মদ ইরফান, এহসান আদিল এবং রাহাত আলী।

১১ জুলাই প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের ওয়ানডেগুলো ১৫, ১৯, ২২ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হবে।

সর্বশেষ আপডেটঃ ৪:২৬ অপরাহ্ণ | জুলাই ০৪, ২০১৫