| রাত ২:১৯ - শুক্রবার - ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইসরায়েলে আইএসের রকেট হামলা

অনলাইন ডেস্ক, ৪ জুলাই ২০১৫, শনিবার:

কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সহযোগী একটি সংগঠন ইসরাইলে রকেট হামলা চালানোর দাবি করেছে। স্বঘোষিত ‘সিনাই প্রভিন্স’ নামে ওই সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, মিশরের সিনাই উপত্যকা থেকে ইসরাইলে ওই রকেট তিনটি নিক্ষেপ করা হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। মিশরের সেনাবাহিনীকে ইসরাইল সমর্থন দেয়ার জবাবে এ হামলা চালানোর দাবি করেছে সংগঠনটি। সংগঠনটি বলেছে, ইসরাইল কর্তৃক দখলকৃত ফিলিস্তিনি ভূখ- লক্ষ্য করে রকেটগুলো নিক্ষেপ করা হয়েছে। এদিকে ইসরাইলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে দুটি রকেট আঘাত হেনেছে। তবে হতাহত বা বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। গত বুধবার থেকে এ পর্যন্ত রক্তক্ষয়ী লড়াইয়ে মিশরের ১৭ সেনা সদস্য ও ১০০ আইএস জঙ্গি নিহত হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১২:০০ অপরাহ্ণ | জুলাই ০৪, ২০১৫