| রাত ১১:৫৩ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গফরগাঁওয়ে প্রতারনার দায়ে ভূয়া সেনা কর্পোরাল আটক

 

গফরগাঁও প্রতিনিধি,৩ জুলাই ২০১৫, শুক্রবার:
ময়মনসিংহের গফরগাঁওয়ে আজ শুক্রবার প্রতারনার দায়ে এক ভূয়া সেনা কর্পোরালকে ধরে জনতা পাগলা থানা পুলিশে সোপর্দ করে।
জানা যায়,উপজেলার সালটিয়া গ্রামের প্রতারক ফিরোজুল উরফে খায়রুল(২৪) উসি’র কান্দিপাড়া এলাকার মমতাজ উদ্দিনের মেয়ের বিয়ের ঘটকালির জন্য যায় । সে নিজেকে এক পর্যায়ে সেনা বাহিনীর কর্পোরাল বলে পরিচয় দেয়। তার কথাবার্তা অসংলগ্ন মনে হলে মোমতাজ উদ্দিনের সন্দেহ হয়। তিনি বিষয়টি এলাকাবাসীকে অবহিত করলে তারা তাকে তাৎক্ষনিকভাবে আটক করে। এসময় তার সাথে সেনা বাহিনীর পোশাক পরিহিত নিজের ছবি,ভূয়া বেশ কয়েকটি পরিচয় পত্র ও প্রচুর ভিজিটিং কার্ড পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ ফিরোজুল ওরফে খায়রুল দীর্ঘদিন যাবত নিজেকে সেনা বাহিনীর কর্পোরালসহ নানা পরিচয়ে মানুষের সাথে প্রতারনা করে আসছিল। খবর পেয়ে ঘটনাস’ল থেকে পাগলা থানা পুলিশ ফিরোজুলকে আটক করে থানায় নিয়ে আসে। সে পৌর এলাকার শিলাসী গ্রামের নজরুল শেখের ছেলে বলে দাবী করে।
পাগলা থানার ওসি বদরুল আলম খান বলেন,ফিরোজুলকে প্রতারনার দায়ে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৮:৪২ অপরাহ্ণ | জুলাই ০৩, ২০১৫