| রাত ১০:২৫ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তাড়াইলে সফল ভেড়া খামারিদের মাঝে পুরস্কার বিতরণ

আমিনুল ইসলাম বাবুল, তাড়াইল (কিশোরগঞ্জ) : ২ জুলাই ২০১৫, বৃহস্পতিবার:
কিশোরগঞ্জের তাড়াইলে  বৃহস্পতিবার তিনজন সফল ভেড়া খামারিকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়েছে। সামাজভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ (কম্পোনেট-বি প্রকল্প, ২য় পর্যায়) প্রকল্পের আওতায় এ পুরস্কার প্রদান করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ বিভাগের ব্যবস্থাপনায় ইউএনও’র কার্যালয়ে যাঁদেরকে পুরস্কৃত করা হয়েছে তাঁরা হলেন, উপজেলার জাওয়ার গ্রামের বাসিন্দা মো. আলহাছ উদ্দিনকে ছয় হাজার টাকা, সেকান্দরনগর (উত্তর) গ্রামের মো.বিল্লাল হোসেনকে সাড়ে চার হাজার টাকা, ও জাওয়ার গ্রামের মো. ছয়দুলকে সাড়ে তিন হাজার টাকা উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা.রাবেয়া আকতার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ছাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আনোয়ার হোসেন, ভেটেরিনারি সার্জন ডা. হামিদা খাতুন, সাংবাদিক আমিনুল ইসলাম বাবুল প্রমুখ উপসি’ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৫:০৭ অপরাহ্ণ | জুলাই ০২, ২০১৫