| রাত ৪:৫৫ - মঙ্গলবার - ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

হতাশা প্রকাশ করলেন নেইমার

অনলাইন ডেস্ক, ১ জুলাই ২০১৫, বুধবার:

দলবদলে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে  নেইমারের বিষয়টি উঠেছে স্পেনের আদালতে। আর এ নিয়ে নিজের হতাশা প্রকাশ করলেন নেইমার। ২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে এফসি বার্সেলোনায় পাড়ি দেন নেইমার। নেইমারকে দলে পেতে ৫৭ মিলিয়ন ইউরো খরচ পড়েছে বলে তখন জানান বার্সেলোনার সভাপতি সান্দ্রো রোসেল। কিন্তু পরে জানা যায় নেইমারকে দলে টানতে আদতে বার্সেলোনা ব্যয় করেছে ৮৬.২ মিলিয়ন ইউরো। অভিযোগ রয়েছে নেইমারের পিতার ব্যবসা প্রতিষ্ঠানের নামে বার্সা ৪০ মিলিয়ন ইউরো প্রদান করে গোপনে। ২৩ বছরের নেইমার বলেন, আমার কাজ ফটবল খেলা। আর এটাই আমার পছন্দ। আমি ঞটনায় হতাশ। তবে আমার বাবা মামলা মোকাদ্দমার বিষয়গুলো দেখছেন। সদ্য মওসুম এফসি বার্সেলোনার জার্সি গায়ে ৫৩ ম্যাচে ৩৯ গোল করেন নেইমার। তবে জাতীয় দলের জার্সি গায়ে নেইমারের সর্বশেষ স্মৃতিটা হতাশার। কোপা আমেরিকায় গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষের ঘটনায় লাল কার্ড দেখেন নেইমার। কলিম্বয়ার বিপক্ষে হার শেষে প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে  বলের শট লাগান এ ব্রাজিল স্ট্রাইকার। এ ঘটনায় চার ম্যাচের শাস্তি নয়ে কোপ আমেরিকা থেকে ছিটকে পড়নে নেইমার। আর কোয়ার্টার ফাইনালে প্যাগুয়ের বিপক্ষে ১-১ গোলের ড্র শেষে টাইব্রেকারে আসর থেকে ছিটকে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

সর্বশেষ আপডেটঃ ৪:৩৮ অপরাহ্ণ | জুলাই ০১, ২০১৫