| বিকাল ৪:২২ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৪১

অনলাইন ডেস্ক, ১ জুলাই ২০১৫, বুধবার:

ইন্দোনেশিয়ার সুমাত্রায় আবাসিক এলাকার ওপর সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হওয়ার পর নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৪১। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, বিমানটির ১২২ আরোহীর প্রত্যেকেই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমানের যাত্রী ছাড়াও কমপক্ষে ১৯ জন রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ খবর দিয়েছে বিবিসি। হারকিউলিস সি-১৩০ মডেলের বিমানটিতে পাইলটসহ মোট ১২ জন ক্রু ছিলেন। গতকাল মেদান বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয় বিমানটি। সামরিক বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিতে ১২২জন যাত্রীর বেশিরভাগই ছিলেন সামরিক বাহিনীর কর্মী ও তাদের স্বজন। বিমান বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে পাইলট বিমানটিকে ঘাঁটিতে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। এর কিছুক্ষণ পরই মেদানের একটি আবাসিক এলাকার কয়েকটি বাড়ি ও একটি হোটেলের উপর বিমানটি বিধ্বস্ত হয় এবং মুহুর্তেই সেখানে আগুন ধরে যায়।

সর্বশেষ আপডেটঃ ১:০৭ অপরাহ্ণ | জুলাই ০১, ২০১৫