| সকাল ১১:৫৮ - শুক্রবার - ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

১১৩ বছরের রেকর্ড ভাঙলো ইংলিশ কাউন্টিতে

অনলাইন ডেস্ক,৩০ জুন ২০১৫, মঙ্গলবার:

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশীপে ১১৩ বছরের রেকর্ড ভাঙলো সোমবার। এদিন ডারহ্যামরে বিপক্ষে ইয়র্কশায়ারের জনি বেয়ারস্ট ও টিম ব্রেসনান সপ্তম উইকেটে ৩৬৬ রানের জুটি গড়েন। এই পজিশনে ইংলিশ কাউন্টিতে এটিই সর্বোচ্চ রানের জুটি। এর আগে সর্বোচ্চ ৩৪৪ রানের জুটি ছিল ১৯০২ সালে। সেটা এসেক্সের বিপক্ষে সাসেক্সর হয়ে গড়েছিলেন কুমার রণজিত সিংজি ও উইলিয়াম নিউহ্যাম। তবে এবার সেটা ভেঙে দিয়ে তার চেয়ে ৪০ রান বেশি যোগ করেছেন বেয়ারস্ট ও ব্রেসনান। সব মিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে সপ্তম উইকেটে এটি তৃতীয় সর্বোচ্চ রানের জুটি। সোমবার ইয়ার্কশায়ারের হয়ে সপ্তম উইকেটে তারা ৮০.১ ওভার খেলে এই রেকর্ড গড়েন। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা বেয়ারস্ট এক ছক্কা ও ৩১ চারে ২৬৮ বলে ২১৯ রানে অপরাজিত থাকেন। আর পেস বোলার ব্রেসনান আট নম্বরে ব্যাটে নেমে ২৭ চারে ২৫৬ বলে ১৬৯ রানে অপরাজিত থাকেন। আট নম্বরে ব্যাট করতে নেমে ইয়র্কশায়ের কোনো ব্যাটসম্যানরে সর্বোচ্চ রান এটি। এই পজিশনে এর আগে সর্বোচ্চ ১৫৭ রানের রেকর্ড ছিল সম্প্রতি ইংল্যান্ড জাতীয় দলে ডাক পাওয়া আদিল রশীদের।
ইয়র্কশায়ার প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৫৭ রান করে। জবাবে ডারহ্যাম ৫ উইকেটে ১৪০ রানে দ্বিতীয় দিন শেষ করে।

সর্বশেষ আপডেটঃ ৫:৪৫ অপরাহ্ণ | জুন ৩০, ২০১৫