| রাত ৩:৪৩ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পাকিস্তানে দাবদাহে মৃত্যু ১২৪২, তাপমাত্রা কমেছে

অনলাইন ডেস্ক, ২৮ জুন ২০১৫, রবিবার:

পাকিস্তানে দাবদাহে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার (২৭ জুন) পর্যন্ত মারা গেছেন ১ হাজার ২৪২ জন। নিহতদের অধিকাংশই সিন্ধু প্রদেশের নাগরিক।

এদিকে সিন্ধুর রাজধানী করাচি শহরে গত সপ্তাহে থেকে চলতি সপ্তাহে তাপদাহের তীব্রতা কিছুটা কমতে শুরু করেছে। শহরজুড়ে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। এর ফলে শহরের ২ কোটি মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

শনিবার করাচিতে ৩২ জন মারা গেছেন। করাচির সরকারি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডন অনলাইন।

ডনের খবরে বলা হয়, শহরের হাসপাতালগুলো রোগী সামলাতে হিমশিম খাচ্ছে। মর্গে আর মৃতদেহ রাখার জায়গা হচ্ছে না। নিহতদের বেশিরভাগই বৃদ্ধ ‍ও স্বল্প আয়ের মানুষ।

সর্বশেষ আপডেটঃ ১২:০০ অপরাহ্ণ | জুন ২৮, ২০১৫