| সকাল ৭:০৫ - বৃহস্পতিবার - ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ত্রিশালে মাছের পোনা অবমুক্তকরণ

এইচ.এম জোবায়ের হোসাইন, ২৭ জুন ২০১৫, শনিবার,ত্রিশালঃ
“সব জলাতে মৎস্য চাষ-সুখের সাথে বসবাস” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে গতকাল শনিবার পৌর শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া সুতিয়া নদের মুক্ত জলাশয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশীয় বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
মাছের পোনা অবমুক্তকরণ পূর্বে ত্রিশাল আব্বাছিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ ময়মনসিংহ ও ত্রিশাল উপজেলা কমিউনিটি পুলিশের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করণকালে উপসি’ত ছিলেন, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার শাহজাহান কবীর, ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল তায়েবী, মোঃ আবুল কালাম, স্বপন, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম হুমায়ুন কবীরসহ জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১০:০২ অপরাহ্ণ | জুন ২৭, ২০১৫