| বিকাল ৪:২৪ - সোমবার - ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় সাঁতার কাটতে গিয়ে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

 

মুক্তাগাছা(ময়মনসিংহ) প্রতিনিধি:২৬ জুন ২০১৫, শুক্রবার,
ময়মনসিংহের মুক্তাগাছার বাহেঙ্গা গ্রামে স্লুইচগেইট থেকে কাটাঝুড়ি খালে ঝাপ দিয়ে সাঁতার কাটতে গিয়ে রাকিবুল ইসলাম ফকির(১৪) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার বেলা এগারটার দিকে এ ঘটনা ঘটে। এলাকার লোকজন দীর্ঘ সময় খোঁজার পরও তাকে উদ্ধার করতে পারেনি। ধারনা করা হচ্ছে স্লুইস গেইটের মাঝখানে সে আটকা পড়ে আছে। নিখোঁজ রাকিবুল বাহেঙ্গা গ্রামের জালাল উদ্দিন ফকিরের ছেলে বড়গ্রাম দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র। পুলিশ, নিখোঁজের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায় শুক্রবার জুমার নামাজের পূর্বে চার কিশোর মিলে গোসল করতে গিয়ে কাটাজানি খালে সাতার কাটতে ঝাপ দেয়। এসময় কোনাগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুমন(১৫), আক্তার আলীর ছেলে রিফাত(১৫) ও বাহেঙ্গা গ্রামের জালাল উদ্দিন ফকিরের ছেলে রাকিবুল(১৪) স্রোতের টানে স্লুইচগেইটের ভেতরে চলে যায়। সেখান থেকে স্থানীয় লোকজন সুমন ও রিফাতকে আহত অবস্থায় উদ্ধার করলেও রাকিবুলের কোন সন্ধ্যান পাওয়া যায়নি। মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে উদ্ধারের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ আপডেটঃ ৯:০৪ অপরাহ্ণ | জুন ২৬, ২০১৫