| রাত ১:০৭ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নারী নির্যাতন, বাল্য বিয়ে ও খাদ্য ভেজাল রোধে সৌচ্চার হালুয়াঘাটের পল্লী সমাজ

 

আনছারুল হক রাসেল ঃ ২৬ জুন ২০১৫, শুক্রবার, 

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি হালুয়াঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনগনের সর্ব বিষয়ে সচেতনতার লক্ষ্যে পল্লী সমাজের মহিলাদের নিয়ে বিভিন্ন সচেতনতা মূলক সভা, র‌্যালী ও মানববন্ধন করে যাচ্ছে। তারই ধারা বাহিকতায় গত ২২ ও ২৫ জুন ধারা ইউনিয়নের ৩০ নং পল্লী সমাজ নিয়ে মাঝিয়াইল এবং হালুয়াঘাট ইউনিয়নের ১৭ নং পল্লী সমাজ নিয়ে আকনপাড়া অনুষ্ঠিত হয় উদ্ধুদ্ধ করন, আলোচনা সভা ও মানববন্ধন। উক্ত আলোচনা সভায় যৌতুক, বাল্য বিবাহ, পারিবারিক নির্যাতন, ধর্ষন, এসিড নিক্ষেপ, পরিবার পরিকল্পনা পদ্ধতি, খাদ্য ভেজাল বিষয় গুলো নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। আলোচনা শেষে পল্লী সমাজের সদস্যরা তাদের মতামত প্রকাশ করতে গিয়ে বলেন আমরা আমাদের নিজের পরিবার ও সমাজকে রক্ষা করতে এসব বিষয়ে নিজেরা সচেতন হব এবং অন্যকে সচেতন করব। আমরা বাল্য বিয়ে দিয়ে নিজেদের মেয়েদের ধ্বংস করবনা। আলোচনা শেষে সকলেই মানব বন্ধনে অংশগ্রহণ করে। বিভিন্ন শ্লোগান মুখর পোস্টার ফ্যাস্টুন মানব বন্ধনকে প্রানবন- করে তোলে। উক্ত কর্মশালায় সার্বিক সহযোগিতায় ছিলেন রেহেনা খাতুন ।

সর্বশেষ আপডেটঃ ৮:৫৮ অপরাহ্ণ | জুন ২৬, ২০১৫