| রাত ৪:৪৯ - বৃহস্পতিবার - ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

একনেক সভায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে উন্নয়ন প্রকল্প অনুমোদন

অনলাইন ডেস্ক,২৫ জুন ২০১৫, বৃহস্পতিবার,

 সরকার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সিলেট নগরীতে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের প্রভাব ও ক্ষয়ক্ষতি কমাতে একটি উন্নয়ন প্রকল্প নিয়েছে।
আজ শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট’ শীর্ষক এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
দুর্যোগের সময় জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারে সে লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোর সামর্থ ও দক্ষতা বাড়ানোর জন্য মূলত ‘আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট’ গ্রহণ করা হয়েছে।
সভায় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফকালে আরবান রেজিলিয়েন্স প্রজেক্টকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বলেন, ‘আমরা ভূমিকম্প ঠেকাতে পারি না, তবে এর ক্ষতির পরিমাণ যাতে কম হয় সে ব্যবস্থাপনা করতে পারি। এজন্যই প্রকল্পটির অনুমোদন দেয়া হয়েছে।
রাজউক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও পরিকল্পনা কমিশন যৌথভাবে ২০২০ সালের জুন নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয়ের মধ্যে সরকারি কোষাগার থেকে ৬৫২.৮৩ কোটি টাকা, প্রকল্প সাহায্য থেকে ১৩৩২ কোটি এবং অবশিষ্ট ১৮.১৪ কোটি টাকা সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হবে। এ ৭টি প্রকল্পই নতুন।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ব্রিফিংকালে উপস্থিত ছিলেন।
প্রকল্পের আওতায় রাজউক ঝুঁকি-সংবেদনশীল ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শহরের ভূমি জোনিং করে এলাকা ভিত্তিক ভবন নির্মাণের উচ্চতা নির্ধারণ করে দেবে। পাশাপাশি এসব শহরে পুকুর ভরাট করে আর কোন স্থাপনা তৈরি না করা এবং বিল্ডিং কোড অনুসরণের বিষয়েও তদারকি করবে রাজউক।
অপরদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন স্যাটেলাইট ও কন্ট্রোল অফিস নির্মাণসহ হুইল ড্রেজার, এক্সাভেটর, ক্রেন, মোবাইল জেনারেটরের মতো ভারী যন্ত্রপাতি ক্রয় ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত ইনস্টিটিউট স্থাপন করবে ।
প্রকল্পটির মোট ১৩৮১ কোটি টাকা ব্যয়ের মধ্যে বিশ্বব্যাংক ১৩৩২ কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে দেবে।
মন্ত্রী বলেন, সভায় প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে ২০১৬ সালের মধ্যে সম্পন্ন ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সড়ক সমূহের রক্ষণাবেক্ষণের জন্য ’কোল্ড রি-সাইক্লিং প্লান্ট ও ইকুইপমেন্ট সংগ্রহ’ নামে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর আওতায় এখন থেকে ঢাকা দক্ষিণের বিভিন্ন রাস্তা মেরামতে পুরোনো নির্মাণ সামগ্রী পুনরায় ব্যবহার করা হবে।
বাংলাদেশে সড়ক সংস্কারে একেবারে নতুন এ প্রযুক্তি সম্পর্কে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘অতিরিক্ত বৃষ্টিপাতে ঢাকার রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রতিবছর সংস্কার ও মেরামতের ফলে রাস্তার উচ্চতা বেড়ে পানি নিষ্কাশনে বাধার সৃষ্টি করছে। কিন্তু কোল্ড রি-সাইক্লিং প্ল্যান্টের মাধ্যমে পুরোনো উপাদানগুলোর ৪০ থেকে ৬০ শতাংশ পুনরায় ব্যবহার করা যাবে। এতে রাস্তার উচ্চতা বাড়বে না এবং অর্থেরও সাশ্রয় হবে।
সভায় ৯৭ কোটি টাকা ব্যয়ে রেলওয়ের মোট ২৪৯৪টি লেভেল ক্রসিং গেটের মধ্যে ৬৭২ টি গেটে ১৮৮৯ জন গেট-কিপার নিয়োগ ও সিগন্যালিং ব্যবস্থা স্থাপনে দুটি পৃথক প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ রেলওয়ে ২০১৭ সালের মধ্যে প্রকল্প দুটি বাস্তবায়ন করবে।
পরিকল্পনা মন্ত্রী বলেন, কক্সবাজার জেলায় উপকূলীয় বাঁধের পুরনো ২০ টি পোল্ডারের মধ্যে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত ৬ টি পোল্ডার নতুন করে মেরামতের জন্য ২৬০ কোটি টাকা ব্যয় সাপেক্ষ একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২০১৭ সালের মধ্যে এটি বাস্তবায়ন করবে।
সভায় সিলেটসহ এ বিভাগের সুনামগঞ্জ, মৌলভী বাজার ও হবিগঞ্জ জেলার ৩০ উপজেলায় শস্য নিবিড়তা বাড়াতে মোট ৭৪ কোটি টাকা ব্যয় সাপেক্ষ আরো একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এছাড়া ১৩৮ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম জেলার চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সাঙ্গু ও চাঁদখালী নদীর উভয় তীর সংরক্ষণেও একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
বাংলাদেশে অবস্থানকারী অনিবন্ধিত মিয়ানমার নাগরিকদের ডেটাবেজ তৈরী সম্পর্কে পরিকল্পনা মন্ত্রী বলেন, অনিবন্ধিত মিয়ানমার নাগরিকদের ছবি ও সাধারণ তথ্যসম্বলিত ডেটাবেজ তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পরিসংখ্যান ব্যুরো ২০১৬ সালের মধ্যে এ কাজ সম্পন্ন করবে। এতে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৭৫ লাখ টাকা।
মন্ত্রী বলেন, এ শুমারির মধ্য দিয়ে অনিবন্ধিত মিয়ানমার নাগরিকদের বর্তমান অবস্থান এবং বাংলাদেশে অনুপ্রবেশের পূর্বে তাদের মূল বাসস্থানের ঠিকানা সম্পর্কে জানা যাবে এবং এর মাধ্যমে তাদের জন্য পরিকল্পনা প্রণয়নও সম্ভব হবে। ঢাকা, ২৫ জুন, ২০১৫ (বাসস) :

সর্বশেষ আপডেটঃ ১১:০১ অপরাহ্ণ | জুন ২৫, ২০১৫