| রাত ৩:১৭ - বুধবার - ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

জলাবদ্ধতায় তলিয়ে গেছে কক্সবাজার

অনলাইন ডেস্ক,২৫ জুন ২০১৫, বৃহস্পতিবার,

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কক্সবাজার। গত ২ দিনের টানা বর্ষণে জেলার বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। সড়ক-উপসড়কগুলোতে স¤পূর্ণ রূপে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কক্সবাজার শহরের প্রধান সড়কে কোমর সমান পানি জমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অতি বর্ষণে ভয়াবহ পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। জেলা শহরে খাবার পানিসহ অন্যান্য জিনিসপত্রের সঙ্কট দেখা দিয়েছে।
পানির নিচে ডুবে রয়েছে  শত শত ঘরবাড়ী এবং পানের বরজ। ক্ষয়ক্ষতি হয়েছে ফসলেরও। টানা ভারী বর্ষণের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবন যাত্রা। সাগরে মাছধরা প্রায় বন্ধ রয়েছে। হাজার হাজার জেলে কুলে ফিরে এসেছে। অনেকের জীবনে নেমে এসেছে আর্থিক টানাপড়েন। মওসুমি বায়ু প্রবল থাকায় তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার অঞ্চলে ২১৭ মিঃমিঃ বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৪২ অপরাহ্ণ | জুন ২৫, ২০১৫