| রাত ৩:৫৭ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে চরপাড়ায় ৪ ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা

লোক লোকান্তর ডেস্ক, ২৪ জুন ২০১৫, বুধবার:

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ৪ ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম এ জরিমানা করেন।
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় চারটি ফার্মেসির বিরুদ্ধে ৪টি মামলা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  পাশাপাশি জরিমানা অনাদায়ে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো জব্দ ও ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হবে বলে জানান আল-ইমরান রুহুল ইসলাম।

সর্বশেষ আপডেটঃ ৯:৩৬ অপরাহ্ণ | জুন ২৪, ২০১৫