| সকাল ৯:১৭ - মঙ্গলবার - ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

একাদশ শ্রেণিতে ভর্তির মনোনীতদের তালিকা প্রকাশ ২৫ জুন

অনলাইন ডেস্ক,২৩ জুন ২০১৫, মঙ্গলবার:

একাদশ শ্রেণিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। আগামী ২৫ জুন মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে।

গত ৬ জুন থেকে অনলাইন ও এসএমএসের মাধ্যমে এ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল রোববার (২১ জুন) রাত ১১টা ৫৯ মিনিট।

ঢাকা শিক্ষাবোর্ডের অধীন কলেজগুলোতে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে তিন লাখ ৬৯ হাজার। সংশ্লিষ্ট শিক্ষা বের্ডের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আগামী ২৫ জুন ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করবে ঢাকা শিক্ষা বোর্ড। ভর্তি শেষে ১ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

তালিকা প্রকাশ হওয়ার আগে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ না করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

সর্বশেষ আপডেটঃ ৪:১৯ অপরাহ্ণ | জুন ২৩, ২০১৫