| রাত ২:৫৯ - বুধবার - ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় মাছের পোণা নিধন করায় চারজনকে জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি :২২ জুন ২০১৫, সোমবার:

জেলার মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওরে মৎস্য সংরক্ষন আইনের আওতায় অভিযান চালিয়ে রোববার বিকেলে মাছের পোণা ধরায় অপরাধে চারজন আড়ৎদারকে ৫ হাজার টাকা করে জরিমানা এবং তাদের সমস- মাছ বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গেছে, মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওরে অবাধে পোণা মাছ ধরার অভিযোগ পেয়ে রোববার বিকালে মোহনগঞ্জ ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হকের নেতৃত্বে মোবাইল কোর্ট সন্ধ্যা পর্যন-এই অভিযান চালায়। এ সময় অন্যান্যের মোহনগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা, এসআই মো. আবুল কাশেম উপসি’ত ছিলেন। এদিকে বাজেয়াপ্ত মাছের মধ্যে ২০কেজি মাছের পোণা মোহনগঞ্জের মহিলা সমাজকল্যান সমিতি পরিচালিত এতিম খানায় প্রদান করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৮:০৮ অপরাহ্ণ | জুন ২২, ২০১৫