| সকাল ৯:৫২ - বুধবার - ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে আন্তর্জাতিক ‘ইয়োগা’ দিবস পালিত

শহর সংবাদদাতা, ২১ জুন ২০১৫, রবিবার:
যদি সুস্থ থাকতে চাই, ইয়োগা’র বিকল্প নাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো আন-র্জাতিক ‘ইয়োগা’ বা যোগব্যায়াম দিবস পালিত হয়েছে ময়মনসিংহে।  রবিবার দুপুরে ২১ জুন আন-র্জাতিক যোগব্যায়াম দিবস উপলক্ষে শহরের নতুন বাজার মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে গাঙ্গিনার পাড় মোড়ে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে জামালপুর জেলা সমিতি ময়মনসিংহ, নুরসন্স রিয়েল এস্টেট এন্ড ডেভলপার লিঃ/ নূরসন্সসহ বিভিন্ন সংগঠন এ শোভাযাত্রায় অংশ নেন।
উল্যেখ্য, ২১ জুন আন-র্জাতিক যোগব্যায়াম দিবস মোদির দাবিতে জাতিসংঘ ২০১৪ সালে এই দিনকে আন-র্জাতিক যোগব্যায়াম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর মোদি দিনটির সঙ্গে ভারতের নাম যুক্ত করার উদ্যোগ নেন। গিনেস ওয়ার্ল্ড বুকে ভারতের নাম যুক্ত করতে ২১ জুন তার সঙ্গে ভারতবাসীকে যোগব্যায়ামে অংশ নেওয়ার আহ্বান জানান মোদি। তারই অংশ হিসেবে ময়মনসিংহে আন-র্জাতিক ‘ইয়োগা’ বা যোগব্যায়াম দিবস পালিত হয়।

সর্বশেষ আপডেটঃ ৯:০৪ অপরাহ্ণ | জুন ২১, ২০১৫