| দুপুর ১:২৮ - রবিবার - ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পদোন্নতি বৈষম্য নিরসনে ময়মনসিংহে সরকারী কলেজ শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, ২১ জুন ২০১৫, রবিবার:
বিভিন্ন দাবীতে ময়মনসিংহ আনন্দমোহন সরকারী কলেজ প্রাঙ্গনে সকল শিক্ষক, শিক্ষিকাদের অংশগ্রহণে গতকাল এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বেতন ও চাকরি কমিশনের প্রস্তাবিত রিপোর্টে পদ আপগ্রেড, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল, পদোন্নতি বৈষম্য নিরসনে ব্যাচভিত্তিক পদেন্নতি, নবসৃষ্ট মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক পদসমূহ অন্যান্য সকল পদে শিক্ষা ক্যাডার থেকে পদায়ন, পাবলিক পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দাবীসহ অন্যান্য দাবীতে বিসিএস সাধাণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ডাকে সারাদেশে মানবন্ধন কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মসূচী পালন করা হয়।

বিসিএস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সচিব মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন অধ্যক্ষ মোঃ একেএম জাকির হোসেন, উপাধ্যক্ষ ড. গাজী হাসান কামাল, মোঃ আব্দুল মোতালেব, ড. রেজিনা আক্তার, ড. দিদারুল ইসলাম প্রমুখ। #

সর্বশেষ আপডেটঃ ৮:৩১ অপরাহ্ণ | জুন ২১, ২০১৫