| সকাল ১০:১১ - সোমবার - ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মালয়েশিয়ায় ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বিভিন্ন শহর

অনলাইন ডেস্ক,২১ জুন ২০১৫, রবিবার: 

প্রচণ্ড ঘূর্ণিঝড়ে মালয়েশিয়ার বিভিন্ন শহরের ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়েছে।

তবে এ ‌ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৫৫ মিনিটে এ ঝড় আঘাত হানতে শুরু করে।

ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে- লিনটাং ডিলিমা, তামান বেশি এবং চিক ওয়ান আরেফিনিন জেলুটং এলাকা। এ সব এলাকায় রাস্তার পাশের অনেক গাছ উপড়ে গেছে এবং রাস্তাঘাটেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া প্রলয়ঙ্করী ঝড়ে জালান গোটলিবম গার্নি ড্রাইভ, লরং বাটু ল্যানস্যাং, জালান মাসজিদ নেইজেরি, জালান হ্যামিলটন, জালান টেনগাহ, জালান ভ্যান প্রাগ, জালান উদিনিসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

জালান টোকন বাটু, জেলুটং এবং জালান শাইখ মাদার এলাকার প্রায় ১১টি ঘরের ছাদ উড়ে গেছে। তবে এ ঘূর্ণিঝড়ের ঘটনায় কোনো হতাহত হয়নি জানিয়েছ, দেশটির স্থানীয় ফায়ার এবং রেসকিউ ডিপার্টমেন্ট।

দেশটির প্যানন রাজ্যের আবহাওয়া অধিদফতর জানায়, প্রতি ঘণ্টায় ৫২ কিলোমিটার বেগে ঝড়টি আঘাত হানে।

ঝড়ের কবলে পড়া ৭৬ বছর বরসী স্থানীয় বাসিন্দ‍া রিতিরি ক্যাং সিউ ইউক জানান, তার দেখা এটাই প্রথম ঝড়, যেটি তার ঘরের ছাদ উড়িয়ে নিয়ে গেছে।

মালয়েশিয়ার স্টেট ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট ডিরেক্টর আজমি তামাত জানান, ঝড়ে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও দেশের কোথাও কোথাও গাছ উপড়ে গেছে।

এ ছাড়া পারমেটাং পাউয়ের জালান বাড়ু শহরের ট্রাফিক ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১২:৫৭ অপরাহ্ণ | জুন ২১, ২০১৫