| সকাল ১০:৪২ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

এবার ‘কৃষকের ঈদ আনন্দ’ রাজশাহীতে

অনলাইন ডেস্ক,২১ জুন ২০১৫, রবিবার: 

প্রতি বছরের নিয়মিত আয়োজনের ধরণ ভেঙ্গে চলতি ফলের মৌসুমকে বিবেচনায় রেখে বিশেষ করে আম চাষ এবং আমের ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে দেশের আমের রাজধানী খ্যাত রাজশাহীতে ধারণ করা হয়েছে এবারের ‘কৃষকের ঈদ আনন্দ’। রাজশাহীর পবা উপজেলার দামকুড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত ১৪ই জুন চ্যানেল আইয়ের আয়োজনে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘কৃষকের ঈদ আনন্দ’-এর এবারের পর্বটি ধারণ করা হয়। কৃষকের সম্পৃক্ততায় স্থানীয় নানারকম খেলাধুলা ছাড়াও ওই এলাকার ঐতিহাসিক, সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। কৃষকের ঈদ আনন্দে এবার থাকছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের আমের ইতিহাস ও ঐতিহ্য। একইসঙ্গে এ বছর আমের চাষ ও ফলনসহ আমকেন্দ্রিক নানা বিষয়ও উঠে এসেছে এতে। প্রতি বছরের মত কৃষকের ঈদ আনন্দে এবারও থাকছে সাতটি খেলা। খেলাগুলো হচ্ছে- আম পেড়ে সাঁকো পার, আম খাওয়া, ঝুড়িতে আম নিক্ষেপ, ঝিনুক দিয়ে আমছোলা ও বউ সাজানো, বাচ্চাদের আম দৌড়, তৈলাক্ত কলাগাছ বেয়ে উঠা ও বালিশ লড়াই। কৃষকের ঈদ আনন্দের প্রতিযোগিতাগুলোর ভেতরে ভেতরে এবার থাকছে রাজশাহীর ঐতিহ্য, স্মৃতি ও প্রসিদ্ধ বিষয় নিয়ে প্রামাণ্যচিত্র।  উল্লেখ্য, গত ১০ বছর ধরে  দুই ঈদে চ্যানেল আইয়ের সব শ্রেণীর দর্শকের কাছে শাইখ সিরাজের ‘কৃষকের ঈদ আনন্দ’ একটি জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয়ে আসছে। অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদুল ফিতরের দ্বিতীয় দিন বিকেল সাড়ে ৪টায়।

সর্বশেষ আপডেটঃ ১২:৪৭ অপরাহ্ণ | জুন ২১, ২০১৫