| দুপুর ১২:৪২ - মঙ্গলবার - ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভারতের মুম্বাইতে বিষাক্ত মদ পানে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৪

অনলাইন ডেস্ক, ২০ জুন ২০১৫, শনিবার,

 ভারতের মুম্বাইতে বিষাক্ত দেশী মদ পানে মৃত্যুর সংখ্যা বেড়ে শনিবার ৭৪-এ দাঁড়িয়েছে। মুম্বাই পুলিশ এ কথা জানায়। ভারতের পশ্চিমাঞ্চলীয় এই নগরীর পুলিশের উপকমিশনার ধনঞ্জয় কুলকার্নি এএফপিকে বলেন, বিষাক্ত মদপানে নিহতের সংখ্যা শুক্রবারের ৫৩ থেকে বেড়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, এ পর্যন্ত ৭৪ জন মারা গেছে।
পুলিশ কমিশনার বলেন, বিষাক্ত মদ পানকারীরা বুধবার সকাল থেকেই অসুস্থ হতে শুরু করেন। আজ শনিবারও তাদের অনেককে হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। নগরীর উত্তরে মালাদ ওয়েস্টের শহরতলীতে একটি বস্তিতে এই বিষাক্ত মদ সরবরাহ ও বিক্রির অভিযোগে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
কুলকার্নি বলেন, আট পুলিশ কর্মকর্তাকে তাদের দায়িত্বাধীন এলাকায় এই মদ বিক্রি হতে দেয়ায় ‘দায়িত্বে অবহেলার’ কারণে সাময়িক বহিষ্কার করা হয়েছে।ভারতে ‘দেশী মদ’ নামে পরিচিত এই মদে অতিরিক্ত মাত্রায় মিথানল মেশানো ছিল কিনা পরীক্ষা করতে একটি তদন্ত করা হচ্ছে।
ভারতের গ্রামাঞ্চলে মাঝে মাঝে এ ধরনের বিষাক্ত মদ পানে মৃত্যুর খবর পাওয়া গেলেও মুম্বাই’র মত বড় নগরীতে সাধারণত এমন ঘটনা ঘটে না।
২০০৪ সালের পর মুম্বাইতে প্রথম এ ধরনের ঘটনা ঘটল। তখন প্রায় একশ’ লোকের মৃত্যু হয়েছিল।
২০১৩ সালের অক্টোবরে উত্তর প্রদেশে বিষাক্ত মদ পানে ৩৬ জনের মৃত্যুর পর পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছিল।
২০১১ সালে পশ্চিমবঙ্গে বিষাক্ত মদ পান করায় প্রায় ১৭০ জনের মৃত্যু হয়েছিল। মুম্বাই, ২০ জুন, ২০১৫ (বাসস)

সর্বশেষ আপডেটঃ ১০:১০ অপরাহ্ণ | জুন ২০, ২০১৫