| সকাল ৯:২০ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুর পৌরসভার প্রায় সাড়ে ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা

গৌরীপুর ব্যুারো ঃ১৯ জুন ২০১৫, শুক্রবার, 

গৌরীপুর পৌরসভার সম্মেলন কক্ষে বৃহস্পতিবার ১৮ জুন ২০১৫-১৬অর্থ বছরের ৩৯ কোটি ৩৭ লক্ষ ৪৮ হাজার ৮৯৩ টাকা ০.৪ পয়সার প্রসত্মাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন করারোপ ছাড়াই পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এক সাংবাদিক সম্মেলনে এ বাজেট ঘোষনা করেন। তাতে মোট ব্যয় ধরা হয়েছে ৩৯ কোটি ১৬ লক্ষ ১০ হাজার ১১৮ টাকা। এতে রাজস্ব খাত থেকে ২কোটি ৩৮লক্ষ ৮০হাজার ৮৫৬ টাকা এবং উন্নয়ন খাত থেকে ৩৬ কোটি ৫৯ লক্ষ ৯৬ হাজার ২৫১টাকা আয় ধরা হয়েছে। উদ্বৃত্ত ধরা হয়েছে ২ কোটি ১৩ লক্ষ ৮৭ হাজার ৭৪ টাকা। বাজেট অধিবেশনে পৌর সচিব মোঃ জয়নাল আবেদীন, হিসাব রক্ষক মঞ্জুরুল আলম, প্যানেল মেয়র নবী নেওয়াজ খান পাঠান, মহিলা কাউন্সিলর শিউলি আক্তার, জ্যোতি রানী সরকার, দেলোয়ারা আক্তার, কাউন্সিলর সাদেকুর রহমান, ফারম্নকুজ্জামান ফারুক, দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, শামিম চৌধুরী, মনিরুজ্জামান পলাশ, আবুল হোসেন, গৌরীপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দিপুসহ পৌর কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপসি’ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৯:২০ অপরাহ্ণ | জুন ১৯, ২০১৫