| বিকাল ৩:৩৮ - শুক্রবার - ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় কমিটির মেয়াদ শেষ না হতেই বিদ্যালয়ের নতুন কমিটি

নেত্রকোনা প্রতিনিধি : ১৯ জুন ২০১৫, শুক্রবার,

সদর উপজেলার বড়কাটুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনুমোদনের এক বছর যেতে না যেতেই কোন নির্বাচন ছাড়াই চর দখলের ন্যায় সভাপতির পদ দখল করেছেন মঈন উদ্দিন। প্রধান শিক্ষক ও স্ব ঘোষিত সভাপতি মঈন উদ্দিন নির্বাচিত কমিটিকে পাশ কাটিয়ে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করছেন।
জানা গেছে, সদর উপজেলার বড় কাটুরূ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০১৩ সালের ১৬ মে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০ ভোটের মধ্যে ৬ ভোট পেয়ে মো. আব্দুল কাইয়ুম সভাপতি নির্বাচিত হন। গত বছরের ৩০ অক্টোবর মো. আব্দুল কাইয়ুম সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ সদস্য সচিব হিসেবে কমিটির অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ অন্যত্র বদলী হয়ে গেলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ময়না আক্তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পান। ময়না আক্তার ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ না হতেই মঈন আুদ্দিনকে সভাপতি করে নতুন কমিটি তৈরী করেন। এর পর থেকেই মঈন উদ্দিন, প্রধান শিক্ষক ও স’ানীয় কয়েকজনকে নিয়ে বৈধ কমিটিকে পাশ কাটিয়ে বিদ্যালয় পরিচালনার কার্যক্রম পরিচালনা করছেন। এতে করে বিদ্যালয়ের সুষ্টু লেখাপড়ার পরিবেশ ব্যাহত হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ৯:০০ অপরাহ্ণ | জুন ১৯, ২০১৫