| রাত ১১:১৭ - সোমবার - ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পোষা সাপের কামড়ে ওঝার মৃত্যু ঃ ঝাড়-ফুঁকের প্রতি বিশ্বাস শুণ্যের কোঠায়

অনলাইন ডেস্ক,১৯ জুন ২০১৫, শুক্রবার,

টাঙ্গাইলের সখীপুরে নিজেরই পোষা সাপের কামড়ে কছিম উদ্দিন (৫০) নামের এক ওঝার মৃত্যু হয়েছে। সে উপজেলার বড়চওনা গ্রামের ইনজির খানের ছেলে। নিহত কছিম উদ্দিন গত ২০ বছর ধরে বিভিন্ন হাট-বাজারে সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।  প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলার বড়চওনা বাজারে সাপের খেলা দেখানোর সময় নিজেরই পোষা একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। কিছুক্ষণ পর ওই ওঝা অসুস্থ্য হয়ে পড়লে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে সাপের কামড়ে ২০ বছরের অভিজ্ঞ এ ওঝার মৃত্যুতে স্থানীয় লোকজনের মধ্যে ওঝাদের ঝাড়-ফুঁকের প্রতি বিশ্বাস শুণ্যের কোঠায় নেমে এসেছে। সখীপুরে সাপের প্রকোপ বেশী থাকায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের ভ্যাকসিন রাখার জোড় দাবি জানানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৮ অপরাহ্ণ | জুন ১৯, ২০১৫