| রাত ১১:১৯ - রবিবার - ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভুলটা আমারই ছিল: মুস্তাফিজ

ইনিংসের ২৫তম ওভারের দ্বিতীয় বলে সিঙ্গেল রান নিতে দৌঁড়ানোর সময় মুস্তাফিজকে সজোরে ধাক্কা দেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ধোনির এমন আচরণে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। তবে সেই ঝড় এক কথাতেই থামিয়ে দিলেন ধানির ধাক্কায় খেয়ে আহত হয়ে খানিক সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়া সেই মুস্তাফিজই।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাতক্ষীরার এই তরুণ বলেন, ভুলটা আমারই ছিল। আমিই সঠিক জায়গা দিয়ে হাঁটিনি। ওই ঘটনার পরই ব্যাপারটা ঠিক হয়ে গেছে। ধোনি আর আমি হাত মিলিয়ে নিয়েছি।’

এর আগে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সংবাদ সম্মেলনেও উঠে আসে মুস্তাফিজকে ধাক্কা দেওয়ার ব্যাপারটি। এ সময় ধোনি বলেন, ‘দুইজন দুই দিক থেকে আসছিলাম। আমি ভেবেছি মুস্তাফিজ জায়গা দেবে আর মুস্তাফিজ ভেবেছে আমি জায়গা দেব। আর তখনই ধাক্কাটা লেগে যায়। আমরা দু’জন কথা বলে তখনই ব্যাপারটা ঠিক করে নেই।  ব্যাপারটা দুই জনের জন্যই মজার এক অভিজ্ঞতা ছিল। ম্যাচের পরও মুস্তাফিজের সঙ্গে কথা হয়েছে।’

সর্বশেষ আপডেটঃ ৬:২৪ পূর্বাহ্ণ | জুন ১৯, ২০১৫