| সকাল ৬:০৪ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রধানমন্ত্রী বিকেলে দেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করছেন

অনলাইন ডেস্ক, ১৭ জুন ২০১৫, বুধবার,

 যুক্তরাজ্যে ৬ দিনের সফর সমাপ্ত করে আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করছেন।
বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-০১৬) প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীরা এখানে স্থানীয় সময় বিকেল ৬টা ১৫ মিনিটে এবং বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করার কথা রয়েছে।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন।
ফ্লাইটটি আগামীকাল সকাল সাড়ে ৯টায় (বিএসটি) প্রথমে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘন্টা যাত্রাবিরতির পর বিমানটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইট সকাল ১১টা ১০ মিনিটে (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
লন্ডনে অবস্থানকালে ১৪ জুন পার্ক লেন হোটেলে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা প্রদান করে।
ব্রিটিশ পার্লামেন্টে কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশনের (সিপিএ) যুক্তরাজ্য শাথা অফিসে বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান কিথ ভাজের আমন্ত্রণে ১৫ জুন এক সংবর্ধনায় যোগ দেন।
প্রধানমন্ত্রী ১৬ জুন ব্রিটিশ পার্লামেন্ট পরিদর্শন করেন এবং তাঁর ভাগনি লেবার পার্টির এমপি টিউলিপ রেজওয়ান সিদ্দিকের হাউস অব কমন্সে দেয়া প্রথম বক্তৃতা শোনেন।
একই দিনে শেখ হাসিনা হাউস অব লর্ডস স্পিকার ব্যারোনেস ডি’সুজার সঙ্গে সাক্ষাৎ করেন। লন্ডন, ১৭ জুন, ২০১৫ (বাসস) :

সর্বশেষ আপডেটঃ ১০:২৭ অপরাহ্ণ | জুন ১৭, ২০১৫