| রাত ৮:১৫ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় আদিবাসীদের সাড়ে ৩ একর জমির ধান কেটে নিয়েছে সন্ত্রাসীরা

 

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ১৬ জুন ২০১৫, মঙ্গলবার:
মুক্তাগাছা উপজেলার প্রত্যনত্ম পাহাড়ি এলাকা মলাজানী গ্রামের ৪ টি আদিবাসী পরিবারের সাড়ে ৩ একর জমির ধান কেটে নিয়ে গেছে এলাকার সন্ত্রাসী আব্দুল মালেক, সুরুজ আলী, সিরাজ ও এরশাদ গংরা। এব্যপারে মুক্তাগাছা থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গেলেও র্কাযকরী কোন পদক্ষেপ গ্রহণ করেনি। পুলিশ তদন্তের নামে কালক্ষেপন করছে বলে অভিযোগকারী এজেন্দ্র মারাকের পুত্র প্রবাস সাংমা। এ ব্যাপারে প্রবাস সাংমা জানান, সন্ত্রাসীরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে, তাদের সম্পত্তি দখল করে নিয়ে তাতে তারা বাড়িঘর নির্মাণ করবে। ভুক্তভোগী আদিবাসী পরিবারের সদস্যরা সন্ত্রাসীদের হুমকিতে অবাদে চলাফেরা করতে পারছে না। আতঙ্কে দিনাতিপাত করছে। তারা জরুরী ভিত্তিতে তাদের সম্পত্তি ও জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশের উর্দ্ধতন কতৃপক্ষের হসত্মক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ আপডেটঃ ১০:০২ অপরাহ্ণ | জুন ১৬, ২০১৫