| সকাল ১১:৩৪ - রবিবার - ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পাকুন্দিয়ায় ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু, পথচারী আহত

কিশোরগঞ্জ প্রতিনিধি ●১৫ জুন ২০১৫, সোমবার:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে রাব্বি (১১) নামের এক কিশোর মারা গেছে। সোমবার ভোর ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাব্বি কিশোরগঞ্জ জেলা সদরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকার ইদ্রিছ আলী রাজমিস্ত্রিও ছেলে। রবিবার বিকাল ৫টার দিকে পাকুন্দিয়া পৌর সদর বাজারে ফকর উদ্দিনের মালিকানাধীন প্রবাসী ফাউন্ডেশন বিল্ডিংয়ের তৃতীয় তলার ছাদ থেকে রাব্বি পড়ে গিয়ে প্রথম তলার রেলিংয়ে ছিটকে পড়ে। পরে রেলিং থেকে সড়কের পথচারী উপজেলার সাটিয়াদী গ্রামের হাদিউজ্জামানের মাথার ওপর পড়ে মাটিতে ছিটকে পড়ে। এতে পথচারী হাদিউজ্জামান (৪০)-ও আহত হন। ঘটনাস’ল থেকে মুনসুর আলী নামে এক রিকশাচালক রাব্বিকে আশঙ্কাজনক অবস’ায় উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস’্য কমপেস্নক্স এবং পরে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখান থেকে রাত ৯টার দিকে স্বজনেরা তাকে ময়মনসিংহ নিয়ে যায়। ওই কিশোর কেন ছাদে ওঠেছিল তা জানা যায়নি। তবে ওই সময় তার সাথে ৫-৬ বছর বয়সী আরোও একটি ছেলে ছিল বলে জানা গেছে।

সর্বশেষ আপডেটঃ ৫:১২ অপরাহ্ণ | জুন ১৫, ২০১৫