| সকাল ৭:১৬ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের জয়

অনলাইন ডেস্ক,১৫ জুন ২০১৫, সোমবার:

ফের রান বন্যার ম্যাচে নাটকীয় জয় পেল নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি নিউজিল্যান্ড ও দ্বিতীয়টি ইংল্যান্ড জেতে। গতকাল তৃতীয় ওয়ানডেতে যে কোনো দলের এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। আর সাউদাম্পটনের ওই ম্যাচ ৬ বল হাতে রেখে ৩ উইকেটে জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী নিউজিল্যান্ড। টস জিতে আগে ব্যাটে গিয়ে ইংল্যান্ড ৪৫.২ ওভারে ৩০২ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৭১ আসে অধিনায়ক ইয়ন মরগ্যানের ব্যাট থেকে। তবে বেন স্টোকস ৪৭ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। বড় রানের টার্গেটে নেমে কেইন উইলিয়ামসন ও রস টেইলরের সেঞ্চুরিতে ৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় কিউইরা। তৃতীয় উইকেটে তারা ২০৬ রানের জুটি গড়েন। এই পজিশনে নিউজিল্যান্ডের এটিই সর্বোচ্চ রানের জুটি। তবে যে কোনো উইকেটে এটি তাদের তৃতীয় সর্বোচ্চ। উইরিয়ামসন ১১৩ বলে ১১৮ ও টেইলর ১২৩ বলে ১১০ রান করেন। উইলিয়ামসন ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সিরিজের চতুর্থ ওয়ানডে ১৭ জুন নটিংহ্যামে।

সর্বশেষ আপডেটঃ ১:২৫ অপরাহ্ণ | জুন ১৫, ২০১৫