| সকাল ৮:০৭ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কবি নজরম্নল বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি হলের ভিত্তি প্রস্তর স্থাপন

ত্রিশাল ব্যুরো অফিস, ১৩ জুন ২০১৫, শনিবার,
ময়মনসিংহের ত্রিশালে অবসি’ত জাতীয় কবি নজরম্নল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য দুটি হলের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হল দুটির ভিত্তি প্রসত্মরের উদ্ধোধন করেন তিনি।

উদ্বােধন কালে উপসি’ত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মির্মল চন্দ্র সাহা, রেজিষ্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) ফজলুল কাদের চৌধুরী, ডেপুটি রেজিষ্ট্রার ড. হুমায়ুন কবীর, শিড়্গক সমিতির সাধারণ সম্পাদক তপন কুমার সরকার, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে প্রমূখ।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান জানান, আধুনিক ও উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে হল দুটি নির্মাণ করা হবে এবং ২০১৮ সালের ডিসেম্বরে কাজ শেষ হবে।

জাতীয় কবি নজরম্নল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম জানান, ১০তলা বিশিষ্ট দুটি হলের মধ্যে একটি ছাত্র ও অপরটি ছাত্রীদের জন্য। হল দুটি দেশের দ্বিতীয় বৃহত্তম হল এবং অত্যাধুনিক সকল সুবিধা সম্বলিত হবে। যার আসন সংখ্যা হবে ২ হাজার ৩শত ৪৮ জনের।

সর্বশেষ আপডেটঃ ৯:৩২ অপরাহ্ণ | জুন ১৩, ২০১৫