| রাত ৪:৪৮ - সোমবার - ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় বিএনপির শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি, ১২ জুন ২০১৫, শুক্রবার,

  আজ শুক্রবার বিকেলে থানা বিএনপির শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করে। উপজেলা যুব সংহতির আহ্বায়ক শামছুল আলম শওকতের নেতৃত্বে থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ রঞ্জু, মানকোন ইউনিয়নের ছাত্রদল সভাপতি মোঃ পারভেজ শাখাওয়াত সুইট ও ছাত্রদল নেতা এস,এম মোয়াজ্জেম হোসেন সহ শতাধিক বিএনপি ও ছাত্রদলের নেতা বিএনপি থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে এসে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোঃ শামছুদ্দিন মাস্টারের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপসি’ত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জিন্নত আলী জিন্নাহ। উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন আকন্দ, জাপা নেতা সিরাজুল হক সরকার, আহসান উল্লাহ্‌ মাস্টার, যুব সংহতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা জামাল উদ্দিন, ৭নং ঘোগা ইউনিয়নের জাপা নেতা মাসুদ প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৯ অপরাহ্ণ | জুন ১২, ২০১৫