| সকাল ৭:৫৫ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তাড়াইলে জলবায়ু বিষয়ক কর্মশালা

আমিনুল ইসলাম বাবুল, তাড়াইল (কিশোরগঞ্জ):  ১১ জুন ২০১৫, বৃহস্পতিবার,
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ হলরম্নমে বৃহস্পতিবার দিনব্যাপী ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনে করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা গর্ভন্যান্স প্রজেক্টের (ইউজেডজিপি) উদ্যোগে ও সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন, তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. রাবেয়া আকতার। প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চন। এ ছাড়াও সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপসি’ত ছিলেন।
কর্মশালায় জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতির উপর নেমে আসা প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এর ফলে যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা থেকে কী-ভাবে নিরাপদে থাকা যায় সেই ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৮ অপরাহ্ণ | জুন ১১, ২০১৫