| সকাল ৭:০৮ - বৃহস্পতিবার - ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

রোজায় ব্যাংক খোলা ৯টা-৪টা, লেনদেন চলবে আড়াইটা পর্যন্ত

অনলাইন ডেস্ক,  ১০ জুন ২০১৫, বুধবার,

পবিত্র রমজানে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আর লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে রোজার মাসের জন্য ব্যাংকের অফিস কার্যক্রম ও লেনদেনের এই সময়সূচি জানানো হয়েছে। এতে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস এবং সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। মাঝে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে এসময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন চলবে।

সর্বশেষ আপডেটঃ ৯:৩৪ অপরাহ্ণ | জুন ১০, ২০১৫