| সকাল ৭:২৭ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় ১২ গ্রাম চারদিন অন্ধকারে

নেত্রকোনা প্রতিনিধি : ১০ জুন, বুধবার, 

সদর উপজেলার ও বারহাট্টার প্রায় ১২টি গ্রাম আজ বুধবার পর্যন্ত চারদিন ধরে বিদ্যুতের অভাকে অন্ধকারে রয়েছে। স্থানীয পল্লী বিদ্যুৎ অফিসে বাবার জানিয়েও কোন কাজ হচ্ছেনা। হাজার হাজার বিদ্যুৎ গ্রাহক বিদ্যুতের অভাবে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।
জানা গেছে, পল্লী বিদ্যুতের অধীন সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের পাঁচপাই, পাহাড়পুর, বাঘরুয়, শিমূলাটী, তাতিয়র, বাড়িডর, জেলার বারহাট্টার বাউসী, দশদার, নিশ্চিন্তপুরসহ প্রায় ১২টি গ্রামে গত রোববার রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এতে করে ওই সমস্ত গ্রামের হাজার হাজার বিদ্যুৎ গ্রাহক বিদ্যুতের অভাবে অন্ধকারে আছেন এবং প্রচন্ড গরমে কস্ট ভোগ করছেন। এলাকাবাসী এ ব্যাপারে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে একাধিকবার যোগাযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেননা।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারোল ম্যানেজার মুহাম্মদ আবু তাহের জানান, লাইন সরানোর জন্য বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৩২ অপরাহ্ণ | জুন ১০, ২০১৫