| দুপুর ১২:৫৪ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মদনে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী

সুদর্শন আচার্য্য ,মদন (নেত্রকোণা) ঃ ৬ জুন ২০১৫, শনিবার,

নেত্রকোণার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নে রোদ্রশ্রী গ্রামে শনিবার রাতে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী অর্তি আক্তার প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল।

জানা যায়, মাজু মিয়া ও শাহজাহান তারা সহোদর দুই ভাই। মাজু মিয়ার মেয়ে ফতেপুর এস এস সি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ ছাত্রীর ছাত্রী অর্তি আক্তার (১২) কে শাহাজাহানের বখাটে পুত্র হেলন (২১) এর সাথে শনিবার রাতে বিবাহ দেওয়ার প্রস্ততি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার খুরশীদ শাহরিয়র ঘটনাস্থলে উপসি’ত হয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন এবং তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৬ দ্বারা মোতাবেক উভয় পক্ষকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করে । এ সময় ওসি এস এম মফিজুল ইসলাম,ইউপি চেয়ারম্যান দেওয়ান মসরু ইয়ার চৌধুরী ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৭:৫৩ অপরাহ্ণ | জুন ০৬, ২০১৫