| বিকাল ৩:১৫ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

হারম্নন অর রশিদ দুদু, ঝিনাইগাতী ঃ ৬ জুন ২০১৫, শনিবার,

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদ ভবনে সংশিস্নষ্ট এলাকার গরীব অসহায় রোগীদের সুবিধার্থে ৬ জুন শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যনত্ম বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। ঢাকাস্থ শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতি এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনী, মেডিসিন, ডায়াবেটিস, সার্জারি, অর্থোপেডিকস, অ্যাজমা, হাঁপানী, উচ্চ রক্তচাপ এবং সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা, ময়মনসিংহ ও ঝিনাইগাতী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন ফ্রি মেডিকেল ক্যাম্পের আহবায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয়ের যুগ্ন সচিব শাহ্‌ মোঃ আবু রায়হান আল বেরোনী। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, নলকুড়া ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ২ হাজার ৫ শ রোগীকে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৬:৪৬ অপরাহ্ণ | জুন ০৬, ২০১৫