| রাত ২:০৪ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গাজীপুরের কালীগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

গাজীপুরের কালীগঞ্জে জমির বিরোধে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। নিহতের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। খুনের খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যাননহ আশপাশের বিপুল সংখ্যক লোকজন ওই বাড়িতে ভির জমায় নিহতের স্বজনদের সমবেদনা জানাতে। পুলিশ নিহতের লাশ ময়না তদন্ত করাতে হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়রা খুনির স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করে। বিক্ষুদ্ধ লোকজন আসামির বাড়ি ভাঙচুর করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বেলুন গ্রামের বকুল মিয়ার ছেলে সৌদি প্রবাসী জিল্লুর রহমান (৩৫) শনিবার সকাল ৮টায় বিরোধপূর্ণ জমি থেকে বাঁশ কাটাতে যায়। এ সময় তার চাচা নাজুক মিয়া ও চাচাত ভাই উজ্জল বাঁশ কাটতে বাধা দেয়। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে নাজুক ও তার ছেলে উজ্জল জিল্লুরকে লাঠিপেটা করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় জিল্লুর স্ত্রী তাকে বাঁচাতে এলে ঘাতকরা তাকেও এলোপাথাড়ি আঘাত করে। বর্তমানে নিহত জিল্লুরের স্ত্রী কালীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে উলুখোলা কালীগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর পর বিক্ষুদ্ধ লোকজন নাজুক মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।
কালীগঞ্জ থানার ওসি জানান, হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।


সর্বশেষ আপডেটঃ ৫:৫৬ অপরাহ্ণ | জুন ০৬, ২০১৫