| সকাল ৬:৪৫ - রবিবার - ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বলের আঘাত থেকেই অবসর

অন লাইন ডেস্ক, ৬ জুন ২০১৫, শনিবার:

বলের আঘাতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ক্রেইগ কিসওয়েটার। ইংলিশ কাউন্টিতে সমারসেটের হয়ে খেলেছেন ইংল্যান্ডের এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। গত বছর নার্দাম্পটনশায়ারের বিপক্ষে এ ম্যাচে ব্যাট করার সময় বল আঘাত হাঁনে তার মুখে। হেলমেটের লোহার নিরাপত্তা গ্রিলের ফাক দিয়ে চোখ ও নাকে আঘান হাঁনে বল। এতে তার নাক ভেঙে যায় এবং মারাত্মকভাবে চোখ ক্ষতিগ্রস্ত হয়। এখানে কয়েকবার অপারেশন করিয়েছেন তিনি। কিন্তু পুরোপুরি সুস্থ হঠতে পারছেন না ২৭ বছর বয়সী এ ক্রিকেটার। এ বছর কিছুটা সুস্থ হয়ে সমারসেটের হয়ে দুই ম্যাচ খেলেন। কিন্তু আঘাতপ্রাপ্ত জায়গা ক্রমেই আরও খারাপ হচ্ছিল। এছাড়া ব্যাট করার সময় প্রতিটি মুহূর্তে তিনি ভয় পাচ্ছিলেন। এতে ক্রিকেট চালিয়ে নেয়া সম্ভব হচ্ছে না তার। তাই ২৭ বছর বয়সেই ক্রিকেট থেকে অবসর নিলেন। ইংল্যান্ডের হয়ে তিনি ৪৬ ওয়ানডেতে ১০৫৪ ও ২৫ টি-টোয়েন্টিতে ৫২৬ রান করেছেন। ২০১০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে ঢাকা মিরপুর স্টেডিয়ামে তার ওয়ানডে অভিষেক হয়। ওই সফরে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডেতে চট্টগ্রামে প্রথম সেঞ্চুরি করেন তিনি। পরের বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন তিনি। সেবার ইংল্যান্ড প্রথমবারের মত কোনো বৈশ্বিক টুর্নামেন্টের শিরোপা জেতে। নিজের অবসর নিয়ে কিসওয়েটার বলেন, ‘আমার মনে হয় আমি আর কখনও আগের মত মাঠে খেলতে পারবো না। মাঠে নামলে শারীরিক অসুস্থতার সঙ্গে মানসিক ভয় কাজ করে। আমার ক্যারিয়ার উত্থান-পতনের মধ্য দিয়েই গেছে। তবে এখন আর পারছি না। ক্রিকেটকে ছাড়তেই হলো আমার।’

সর্বশেষ আপডেটঃ ৪:৩৩ অপরাহ্ণ | জুন ০৬, ২০১৫