| সকাল ৭:০০ - সোমবার - ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মালয়েশিয়ায় পর্বতে ভূমিকম্পে সৃষ্ট ধসে নিহত ১১, নিখোঁজ ৮

অন লাইন ডেস্ক, ৬ জুন ২০১৫, শনিবার:

মালয়েশিয়ার মাউন্ট কিনাবালু পর্বতে ভূমিকম্পে সৃষ্ট ব্যাপক ভূমিধসে এ পর্যন্ত কমপক্ষে ১১ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৮ জন। দেশটির পর্যটন মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিনাবালু। বর্নিও দ্বীপে অবস্থিত এ পর্বত থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সাবাহ জেলার বর্নিও দ্বীপে গতকাল রিখটার স্কেলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর পর্বতে ধসের ঘটনা ঘটে। প্রাকৃতিক এ দুর্যোগে বেশ কয়েক ঘণ্টা ১৩৭ পর্বতারোহী পর্বতের বিভিন্ন স্থানে আশ্রয় নেন। তবে শেষ পর্যন্ত তারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে সক্ষম হয়েছেন। মধ্যরাত ২টা ৫০ মিনিটে শেষ দলটি নিরাপদ স্থানে পৌঁছতে সক্ষম হয়। ১১ মৃতদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ এবং নিখোঁজ ৮ জনকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। গতকাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হয়। পর্বতে হেলিকপ্টার অবতরণ করানো সম্ভব হয়নি। এদিকে মাউন্ট কিনাবালুতে সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৪:২৮ অপরাহ্ণ | জুন ০৬, ২০১৫