| সকাল ৭:৫১ - মঙ্গলবার - ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সুন্দর পরিবেশে সুন্দর মন সৃস্টি করুন—–ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবসে জেলা প্রশাসক

এএইচএম মোতালেবঃ ০৫ জুন, শুক্রবার

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শহরের পরিবেশ অধিদপ্তর থেকেে আজ সকাল ১০টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। স্থানীয় সরকার বিভাগ এর উপ-পরিচালক নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী ময়মনসিংহ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুন, স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইউসুফ. জেলা নার্সাারী মালিক সমিতির সভাপতি মোঃ শাহজাহান। জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন আমাদের সুন্দর পরিবেশ এর জন্য প্রয়োজন সুন্দর মন। সুন্দর মনের জন্য প্রয়োজন ভাল শিক্ষা। জীবন শিক্ষার পাশাপাশি একাডেমী শিক্ষা হলেই কেবল সুন্দর জীবন পাওয়া যাবে। আমাদের চারপাশে সুন্দর পরিবেশ সৃস্টির মধ্যে দিয়ে আজকের দিবসের গুরুত্ব আনুধাবন করতে হবে। প্রচন্ড গরমের মধ্যে পরিবেশ দিবস পালিত হচ্ছে। আমাদের প্রথমত বৃক্ষরোপন ও গাছের পরিচর্চা করে নির্মল বাতাস এর চাহিদা পুরন করতে হবে। তিনি পরিবেশ বান্ধব শিল্প স্থাাপনের গুরুত্ব আরূপ করেন। যে শিল্প আমার বাঁচাতে চিন্তা করেনা ঐ শিল্পের প্রয়োজন নেই। তিনি আরো বলেন ভালুকায় পরিবেশ বান্ধব শিল্পের জন্য একটি নদীর নাম ও পরিবর্তন হয়ে কালো পানির নদী বলে আখ্যায়িত করা হয়েছে। আজকে আমাদের দেশে ধর্ণাঢ্য শিল্পের কারনে পরিবেশ বিপর্যয় ঘটেছে। এ বিপর্যয়ের হাত থেকে আমাদের দেশ সহ পৃথিব কে রা করতে হবে। মানুষ রার জন্যই পৃথিবীর সৃস্টি হয়েছে। আমরা পৃথিবীকে ধ্বংশ হতে দিতে পারি না। আসুন আজকে সময় এসেছে কাজ করার সম্মিলিত প্রচেস্টা দিয়ে সুন্দর পরিবেশ সৃস্টি করে নতুন প্রজন্মের জন্য পৃথিবীতে অন্তত কিছু স্মৃতি রেখে যাই।
জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বিনামূল্যে গাছের চারা ও পরিবেশ দিবস উপল্যে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সর্বশেষ আপডেটঃ ৮:২৪ অপরাহ্ণ | জুন ০৫, ২০১৫