| রাত ৯:৫১ - মঙ্গলবার - ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাস আতঙ্ক,বন্ধ ৭০০ স্কুল

অন লাইন ডেস্ক,৪ জুন ২০১৫, বৃহস্পতিবার:

দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে এখন পর্যন্ত দুই জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন অন্তত ৩৫ জন। ভাইরাস আতঙ্কে সাত শতাধিক স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।
আজ বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে,
মার্স ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে দেশটির মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। অনেক মানুষ মুখোশ বা মুখবন্ধনী পরে গণপরিবহনে চলাফেরা করছেন। জনসাধারণের মধ্যে আতঙ্ক কমাতে কাজ করছেন দেশটির কর্মকর্তারা। এই প্রচেষ্টার অংশ হিসেবে কিন্ডারগার্টেন থেকে শুরু করে কলেজ পর্যন্ত সাত শতাধিক স্কুল বন্ধ করে  দেয়ার পদক্ষেপটি নেয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৫:২৫ অপরাহ্ণ | জুন ০৪, ২০১৫