| রাত ১২:০৮ - বুধবার - ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উদ্যোগ ওপেন হাউজ ডে

 

স্টাফ রিপোটার, ১ জুন ২০১৫, সোমবার:
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা উদ্যোগে গতকাল সোমবার দুপুরে থানা চত্বরে ওপেন হাউজ ডে’ তে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, চুরি, ছিনতাই, সন্ত্রাস ও মাদক মুক্ত শহর গড়ে তুলতে পুলিশের পাশাপাশি জনতাকে এগিয়ে আসতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অপরাধ কমিয়ে আইন-শৃংখলা স্বাভাবিক রাখা সম্ভব।
মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামর”ল ইসলাম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবু আহাম্মেদ আল মামুন, স্বাগত বক্তব্য রাখেন কোতোয়ালী মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ আবদুর রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোমতাজ উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামর”ল ইসলাম মোঃ ওয়ালিদ, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পা্‌দক এড. সাদিক হোসেন, জেলা জাপার যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আহম্মেদ ও জাপা নেতা এড, সোহরাব উদ্দিনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান রাজনৈতিক ও সুধীবৃন্দসহ সংশ্লিষ্টরা উপসি’ত ছিলেন। ##

সর্বশেষ আপডেটঃ ৬:৩৯ অপরাহ্ণ | জুন ০১, ২০১৫