| সকাল ৮:১৮ - মঙ্গলবার - ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধের কারণে কাঙ্ক্ষিত ফলাফল আসেনি

অন লাইন ডেস্ক, ৩০ মে ২০১৫, শনিবার:
বিএনপি-জামায়াত জোটের টানা হরতাল-অবরোধের কারণে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার কাঙ্ক্ষিত ফলাফল আসেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে ফলাফলের অনুলিপি হাতে পাওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
শনিবার সকাল সোয়া ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রতিকূল অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়ে এ ফলাফল করেছে। ভালো পরিবেশ পেলে পাশের হার আরো বাড়তে পারত।’
গতবারের চেয়ে এবার শতকরা ৫.৬৩ ভাগ শিক্ষার্থী কম পাশ করেছে। এ বছর শতকরা ৮৭.০৪ ভাগ শিক্ষার্থী পাস করেছে। গতবার তা ছিল ৯২ দশমিক ৬৭ শতাংশ। ২০১৩ সালের ফলাফলও এর চেয়ে ভালো ছিল। সেবার ৮৯ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করে। কমেছে জিপিএ-৫ও। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২২ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। আর এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১১ হাজার ৯০১ জন।
মানুষ পুড়িয়ে মারার রাজনীতি থেকে বিএনপি-জামায়াতকে বেড়িয়ে আসার আহ্বান জানিয়ে  প্রধানমন্ত্রী বলেন, ‘যারা মানুষের জীবন নিয়ে খেলবে তাদের কোনো ক্ষমা নেই। এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।’

সর্বশেষ আপডেটঃ ১২:৩৩ অপরাহ্ণ | মে ৩০, ২০১৫