| বিকাল ৩:২২ - মঙ্গলবার - ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মাদকের জন্য নিষিদ্ধ পাকিস্তানী ক্রিকেটার রাজা হাসান

অনলাইন ডেস্ক ,২৬ মে ২০১৫, মঙ্গলবার:

মাদক পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ নিষিদ্ধ হয়েছিলেন। এবার তাদের দলে যোগ হলো আরেক পাকিস্তানী খেলোয়াড়। মাদক পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় রাজা হাসান ২ বছরের জন্য নিষিদ্ধ হলেন। এ বাঁহাতি স্পিনারের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ বছর জানুয়ারিতে ঘরোয়া টুর্নামেন্টের আগে সব খেলোয়াড়ের মুত্র পরীক্ষা করে পিসিবি। রাজা হাসানের মুত্রের নমুনা পরক্ষার জন্য পিসিবি পাঠায় ভারতের বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সির পরীক্ষাগারে। আর সেখানেই ধরা পড়েছে  রাজা হাসানের মাদক গ্রহণের বিষয়টি। তবে তিনি কী মাদন নেন তা জানায় নি পিসিবি। কিন্তু পাকিস্তানের একটি সংবাদপত্র জানিয়েছে, রাজা হাসান নিয়মিত দক্ষিণ আমেরিকা অঞ্চলেরর জনপ্রিয় মাদক ‘কোকেন’ সেবন করেন। রাজা দেশের হয়ে একমাত্র ওয়ানডে খেলেছেন গত বছর অক্টোবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। একটি উইকেট নেন অভিষেক ম্যাচে। এছাড়া ১০টি-টোয়েন্টিতে তার দখলে রয়েছে ১০ উইকেট। আগামী ২ বছরের মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট কোন ম্যাচে খেলতে পারবেন না তিনি। আর আন্তর্জাতিক ক্রিকেট তো অনেক দূরের কথা।

সর্বশেষ আপডেটঃ ১:২১ অপরাহ্ণ | মে ২৬, ২০১৫