| রাত ১২:৩৬ - মঙ্গলবার - ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তীব্র তাপদাহে ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে নিহত ৫০০

অনলাইন ডেস্ক ,২৫ মে ২০১৫, সোমবার:

তীব্র তাপদাহে ভারতের অন্ধ্রপ্রদেশ (এপি) ও তেলেঙ্গানা রাজ্যে রবিবার আরও ১৬৫ জন মারা গেছে। এ নিয়ে এ দু’টি রাজ্যে মৃতের সংখ্যা ছুঁয়েছে ৫০০‘র ঘর। ভারতের অন্যান্য অংশেও তীব্র তাপমাত্রা অতীতের বহু রেকর্ড ভঙ্গ করেছে। ভারতের সংশ্লিষ্ট দপ্তরের আশঙ্কা, এ দুটি রাজ্যে তাপদাহ আরও তিনদিন চলতে পারে। এ খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। এপি রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী কামিনেনি শ্রিনিভাস বলেছেন, রবিবার গরমে ৬২ জনের মৃত্যু হয়েছে। কিন্তু অনানুষ্ঠানিক সূত্রে জানা গেছে, তাপদাহে এপি রাজ্যে ৯৩ জন ও তেলেঙ্গানায় ৭২ জনের মৃত্যু হয়েছে কেবল রবিবারেই। এ অঞ্চলের মাচিলিপাটনম ও টুনিতে সর্বোচ্চ ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর বাইরেও গত পাঁচ বছরের উত্তর প্রদেশে গতকাল রবিবার ছিল সবচেয়ে উত্তপ্ত দিন। উড়িষারে নয়টি শহরের তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রিরও সেলসিয়াসেরও উপরে। মধ্যপ্রদেশের পাচমারিতে ৪০ ডিগ্রি ছিল তাপমাত্রা, যা স্বাভাবিকের চেয়ে ১০ ডিগ্রি বেশি। দেশটির অন্যান্য রাজ্যেও এমন তীব্র তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে মৃতের সংখ্যা বাড়তে থাকায় এপি ও তেলেঙ্গানা রাজ্য সরকার জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছে। সেখানে মানুষকে যথেষ্ঠ পরিমাণ পানীয় পানের পরামর্শ দেয়া হচ্ছে। তীব্র তাপদাহের ফলে কোনো অসুস্থতার আলামত দেখা গেলে নীকটবর্তী হাসপাতালে পাঠাতে বলা হচ্ছে। বাস ও রেল ষ্টেশনের মতো জনবহুল স্থানে মানুষকে জরুরী ওষুধ সেবা প্রদানের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৪:০৪ অপরাহ্ণ | মে ২৫, ২০১৫