| সকাল ১০:৩০ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই ছবি

অনলাইন ডেস্ক , ২৩ মে ২০১৫, শনিবারঃ

শ্রীলংকার রাজধানী কলম্বোতে ২৬ মে থেকে শুরু হবে সার্ক চলচ্চিত্র উৎসব। এখানে বাংলাদেশের দুটি ছবি অংশ নিচ্ছে। এগুলো হচ্ছে গাজী রাকায়েত পরিচালিত ছবি ‘মৃত্তিকা মায়া’ ও আবু শাহেদ ইমনের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘কন্টেইনার’। উৎসব শেষ হবে ৩১ মে।

উৎসবে যোগ দেয়ার জন্য নির্মাতা গাজী রাকায়েত আগামীকাল দেশ ত্যাগ করবেন। গাজী রাকায়েত বাংলানিউজকে বলেন, ‘এটা সত্যিই আনন্দের বিষয়। আন্তর্জাতিক মানের এই উৎসবে আমার ছবিটি প্রদর্শন হবে বলে বেশ ভালো লাগছে।’

‘মৃত্তিকা মায়া’ ছবিতে অভিনয় করেছেন শর্মীমালা, তিতাস জিয়া, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, অপর্ণা, লুৎফর রহমান জর্জ, পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। উল্লেখ্য, এই উৎসবে সার্কভুক্ত প্রতিটি দেশ থেকে দুটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে।

 

সর্বশেষ আপডেটঃ ৩:৫৮ অপরাহ্ণ | মে ২৩, ২০১৫