| দুপুর ১২:০৪ - বুধবার - ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ জেলা পুলিশের প্রচারনা ৩ জুন থেকে নিবন্ধনবিহীন মোটরসাইকেল ধরার অভিযান

 

লোক লোকান্তর ডেস্ক, ২১ মে ২০১৫, বৃহস্পতিবার:
ময়মনসিংহে যাঁরা নিবন্ধন ছাড়াই অবৈধভাবে মোটরসাইকেল চালাচ্ছেন তাদেরকে আগামী ২ জুনের মধ্যে মোটরসাইকেল নিবন্ধন করার জন্য ময়মনসিংহ জেলা পুলিশ প্রচারনা চালাচ্ছেন। যারা ২ জুনের মধ্যে নিবন্ধন করবেন না আগামি ৩ জুন থেকে ময়মনসিংহসহ সারাদেশে নিবন্ধনবিহীন মোটরসাইকেল ধরার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক। এখনো যারা নিবন্ধন করেননি তারা “আগামী ২রা জুনের মধ্যে মোটরসাইকেল নিবন্ধন করার জন্য পুলিশ এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পুলিশী অভিযান শুরু হলে কেউ নিবন্ধনের কাগজ দেখাতে না পারলে বিআরটিএতে নিবন্ধনের টাকা জমা দেওয়ার রসিদ দেখালেও চলবে। কিন্ত কোনো কাগজ দেখাতে না পারলে সেই মোটরসাইকেল পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে নিবে। যতদিন না বাহক কাগজ দেখাতে না পারেন ততদিন মোটরসাইকেলটি পুলিশের কাছে থাকব। মোটরসাইকেল বিক্রয় এজেন্ট/ডিলারগণকে ক্রেতার নিকট বিক্রিত মোটরসাইকেল হস্তান্তরের পুর্বে বিআরটিএ হতে মোটরসাইকেল নিবন্ধন সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এজন্টে/ডিলারগণের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সর্বশেষ আপডেটঃ ১:১০ অপরাহ্ণ | মে ২১, ২০১৫