| দুপুর ২:১৭ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আজ সুলতানা জামানের তৃতীয় মৃত্যুবার্ষিকী

অনলাইন ডেস্ক,২০ মে ২০১৫, বুধবার:

চিত্রনায়িকা সুলতানা জামানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিন বছর আগের এইদিনে পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমান এ মানুষটি। বাংলা চলচ্চিত্রে তার অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এ দেশের সিনেমাপ্রেমী দর্শক, নির্মাতা ও সহকর্মীরা। দেশের প্রখ্যাত সিনেমাটোগ্রাফার কিউএম জামান ছিলেন সুলতানা জামানের স্বামী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ঢাকার চলচ্চিত্রে মহিউদ্দিন পরিচালিত ‘মাটির পাহাড়’ ছবিতে ইকবালের বিপরীতে (পরে নাম পরিবর্তন করে হয় কাফি খান) অভিনয়ের মধ্য দিয়ে সুলতানা জামানের অভিষেক ঘটে। এরপর চান্দা, নতুন দিগন্ত, অনেক দিনের চেনা, জোয়ার এলো, মনের মতো বউ, জানাজানি, জংলী ফুল, সোনার কাজল, মালা, উজালা, ছদ্মবেশী, ভানুমতিসহ অসংখ্য ছবিতে অভিনয় করেন। রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে তিনি ২০০৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেছিলেন। এর পাশাপাশি ২০১১ সালের ১০ই এপ্রিল তিনি চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ মহিলা পরিষদ কর্তৃক ‘জাতীয় সম্মাননা’য় ভূষিত হন। সর্বশেষ তার জীবনের ওপর তথ্যচিত্র নির্মাণ করছে তথ্য মন্ত্রণালয়।

সর্বশেষ আপডেটঃ ৪:১৩ অপরাহ্ণ | মে ২০, ২০১৫