| রাত ১:৪৪ - বৃহস্পতিবার - ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরের শ্রীবরদী জোড়া খুন মামলার প্রধান আসামীর রিমান্ড মঞ্জুর

শ্রীবরদী সংবাদদাতাঃ  শেরপুরের শ্রীবরদী পৌর এলাকার কলাকান্দা গ্রামে মা-ছেলের রহস্য জনক মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী বিপ্লব মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন শেরপুরের বিজ্ঞ আদালত। জানা যায়-বিগত তিন মাস পূর্বে গত ১৫ই ফেব্রুয়ারী শ্রীবরদী থানা পুলিশ পৌর এলাকার কলাকান্দা গ্রামের মটর সাইকেল মেকার মনোয়ার হোসেন ওরফে বিপ্লব মেকারের বসতবাড়ী থেকে তার স্ত্রী সূর্যমনি (২১) এর ঝুলন- ও তার শিশু পুত্র সীমান- (২) এর গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় বিপ্লবের মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঐদিনই আটক করে। এ ঘটনায় বিপ্লবের শ্বশুর ও সূর্য মনির পিতা উপজেলার টেঙ্গরপাড়া গ্রামের সুরুজ্জামান বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই বিপ্লব ও তার বাবা এবং ভাই আত্মগোপন করে। দীর্ঘ সময়েও মামলার তদন- কর্মকর্তা এস.আই আবুল কালাম বিভিন্ন স’ানে অভিযান চালিয়েও মামলার আসামীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়। অবশেষে গত রোববার দুপুরে এস.আই কালামের নেতৃত্বে একদল পুলিশ শ্রীবরদী পৌর এলাকা থেকে মা ছেলে খুনের প্রধান আসামী বিপ্লবকে গ্রেফতার করে রিমান্ড আবেদন জানিয়ে সোমবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করে। পরবর্তীতে আদালত শুনানী শেষে বিপ্লবকে জিজ্ঞাসাবাদের জন্য তদন- কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন- কর্মকর্তা এস.আই আবুল কালাম আজাদ বলেন- দীর্ঘ তিন মাস যাবত আমরা এ ঘটনার জড়িত আসামীদের গ্রেফতারে চেষ্টা করে আসছি। পরবর্তীতে এ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয় এবং মামলার মূল রহস্য উদঘাটনের জন্য বিপ্লবকে রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৭:১০ অপরাহ্ণ | মে ১৯, ২০১৫